জি.এম. ফাহমিদ আহসান উল্লাহ

July 25, 2023

সোহাগপুর বিধবাপল্লির বীরাঙ্গনা ও শহীদ জায়াদের বিস্মৃত ইতিহাস

‘এত্তডি মানুষ! মরছে, এহনতো লাশটা খুইজ্জা পাই না। রক্তে ডুবানি। পরে পারা দেই, একটু আগায় যাই, রক্তে ওখানে ঝুল পারে। চাপ বাইন্দা গেছে। এরপর একটা ছুডু ঘটি দিয়া মাইট্টা কুয়াত্তে পানি তুলছি। তুইল্লা মুখ ধুইছি সবডির। ধুইয়া ৩/৪ জন দেহার পরে আমার স্বামীরে পাইছি। বুকের ভেতরে যে গুলি গেছে হেইডা দেখা যায়।’