শামীম আহম্মেদ

May 28, 2020

আমাদের যুদ্ধ

রাস্তায় সাধারণ মানুষ, দোকানি যাদের সাথেই দেখা হলো সকলকে লিফলেট দিয়ে কীভাবে ও কেন জীবাণুমুক্ত থাকতে হবে তা বোঝানোর চেষ্টা করতে লাগলাম, সাথে তখনই একবার হেক্সিসল দিয়ে হাত তাদের ধোয়ার ব্যবস্থা। বাজারের এক প্রান্তে একটি কীটনাশকের দোকান থেকে ৩টি স্প্র্রে মেশিন ও জীবাণুনাশক কিনে নিলাম। তারপর স্প্রে মেশিনে পানি ভরে তাতে প্রয়োজনীয় জীবাণুনাশক মিশিয়ে শুরু করলাম আমাদের অভিযান।