কার্বন নিঃসরণ কমানো এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তন ঠেকানো সম্ভব। আর, কার্বণ নিঃসরণ কমানোর উপায় হচ্ছে জীবশ্ম জ্বালানির (কয়লা, তেল, গ্যাস) পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা। একইসাথে, গাছ যেহেতু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তাই বন সংরক্ষণ ও নতুন বনায়নের মাধ্যমেও জলবায়ু পরিবর্তন প্রশমন করা সম্ভব।