ব্র্যাকের নানা বয়সি এবং লেভেলের কর্মীদের সঙ্গে কথা বলে বুঝেছিলাম যে, আশির দশকে ব্র্যাকে যেসব কালজয়ী উদ্যোগ নেওয়া হয়েছিল, সে সম্পর্কে খুব কমসংখ্যক কর্মীরই ধারণা আছে। বেশ একটা অপরাধবোধ জাগ্রত হলো। ভাবলাম, এটা আর বেশিদিন ফেলে রাখা যাবে না। যতুটুকু ক্ষমতা আছে তাই দিয়ে অন্তত কিছুটা দলিলবন্দি করার চেষ্টা করতে হবে। প্রথমেই ব্র্যাকের কৃষিক্ষেত্রে অবদানের বিষয় নিয়ে ভাবলাম। আমার জানা ছিল আশি ও নব্বইয়ের দশকে ব্র্যাক কী কী উদ্যোগ নিয়েছিল, যা এক পর্যায়ে চরম সফলতায় পর্যবসিত হয়।