নাফিসা আনজুম

October 24, 2021

মহামারি প্রতিরোধে সিএসটি ঢাকা

১৭০ জন স্বাস্থ্যকর্মী (কমিউনিটি হেলথ ওয়ার্কার) এবং ১৩৬ জন স্বেচ্ছাসেবক এই সিএসটি ঢাকা কার্যক্রমে নিযুক্ত ছিলেন। ঢাকার বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় খানা পরিদর্শন ও পর্যবেক্ষণ, মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পুনর্ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ ও সচেতনতা বার্তা প্রচার করে তারা জনসাধারণের পাশেই ছিলেন সবসময়। এছাড়াও ৯১০ জনের টিকা রেজিস্ট্রেশনে সহযোগিতা, ৩২,০৩৩ জনের লক্ষণ শনাক্ত এবং ৪,০৬৭ জন সম্ভাব্য করোনা রোগীকে টেলিমেডিসিন সহায়তা দিয়েছে সিএসটি ঢাকা-এর সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীরা।