সাজেদা ফারিসা কবির

August 2, 2018

সড়ক? না কি মৃত্যুফাঁদ?

সাধারণত একটি বাসে যখন দুর্ঘটনা ঘটে, মালিক তখন তার ব্যবসায়ের স্বার্থেই মানবতাকে পায়ে দলে চালক ও সহকর্মীদের পক্ষ নেন। অনেক সময় টাকা ও প্রভাবের কাছে আইনের শক্তি দুর্বল হয়ে যায়। তা দেখে অন্যরাও একই ধরনের অপরাধ ঘটানোর দুঃসাহস পায়। এ অবস্থা থেকে  বেরিয়ে আসার উপায় কী?